শেরপুরে করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে ইউএনও-এসি ল্যান্ড তৎপর
মুনসী সাইফুল বারী ডাবলু: বগুড়ার শেরপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি জামশেদ আলাম রানা। হাতে হ্যান্ডমাইক, লিফলেট নিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এই দুই কর্মকর্তা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে ঘুরে ঘুরে শুনাচ্ছেন সচেতনতার বাণী। ভোক্তা অধিকার নিশ্চিত করণ এবং নিত্য প্রয়োজনীয় পন্যের দ্রব্যমূল্য যেন বৃদ্ধি না হয় সেজন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন । ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় বিভিন্ন দ্রব্যের মূল্য যাচাই করছেন এবং অতিরিক্ত মূল্যে পণ্যসামগ্রী বিক্রি না করার জন্য দোকানীদের সতর্ক করছেন প্রতিনিয়ত।
উপজেলার বিভিন্ন এলাকার হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর রাখছেন এবং সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন ও সতর্ক থাকার পরামর্শ দিয়ে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন এলাকার হাট বাজার এলাকায় লিফলেটের মাধ্যেমে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। এছাড়াও উপজেলা জুড়ে উপজেলা প্রশাসনের প থেকে মাইকিংয়ের মাধ্যমে সবাইকে সচেতন হতে আহবান জানাচ্ছেন।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার ভূমি জামশেদ আলাম রানা সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, জনগনকে আমরা সর্বদা সেবা দিয়ে যাচ্ছি। সরকার থেকে নেওয়া বিধি নিষেদের বিষয়ে আমরা মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছি। বিশেষ করে মানুষ যেন সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করে সে ব্যাপারে পরামর্শ দেয়া হচ্ছে। এ সব বিষয় কেউ না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি। তিনি আরও বলেন কেউ কোন রকম গুজবে কান দেবেন না, জনসমাগম এড়িয়ে চলতে হবে, করমর্দন ও কোলাকুলি থেকে বিরত থাকতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নেয়া পদেেপ আমরা কাজ করে যাচ্ছি। উপজেলা জুড়ে আমরা হ্যান্ড স্যানিটাইজার মাক্স ও লিফলেট বিতরন করছি। জনগনকে সেবা দিতে আমরা সর্বদা বদ্ধ পরিকর। জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা প্রশাসন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।