শেরপুরে শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে প্রস্তুতি সভা ও চালের ডিও বিতরণ
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা করা হয়েছে। রোববার (২৯সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের টাউন কাব পাবলিক লাইব্রেরী মহিলা অর্নাস কলেজের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। এছাড়া একই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পূজা মÐপে সরকারিভাবে বরাদ্দ দেয়া জিআরের চালের ডিও বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ হাবিবর রহমান। তিনি তাঁর বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। সেদিন সব ধর্মের মানুষই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তাই যার যে ধর্ম তা নির্বিঘেœ পালন করবেন, এতে কারো কিছুই বলার নেই। বর্তমান সরকার অসাম্প্রদায়িক দেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ উল্লেখ করে এমপি হাবিব আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটিকে ধরে রাখতে হবে। দেশ ও জাতির উন্নয়নে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু। এছাড়া অন্যদের মধ্যে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বরেণ স্যানাল, শেরপুর প্রেসকাবের সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগ্রাম কুÐু প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান ও আমন্ত্রিত অতিথিরা এই উপজেলার বিভিন্ন পূজা মÐপে ৪৩ মেট্রিকটন জিআরের চালের ডিও বিতরণ করেন। উল্লেখ্য: এবার এই উপজেলায় ৮৬ টি মÐপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।