শেরপুরে ইউএনও,এসিল্যান্ড তৎপর এক মাসে ১ লাখ ৮৫ হাজার ৪৫০ টাকা জরিমানা
মুনসী সাইফুল বারী ডাবলু: বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো: লিয়াকত আলী সেখ ও সহকারী কমিশনার ভুমি জামশেদ আলম রানা শেরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে তৎপরতা অব্যাহত রেখেছেন। সারা দেশের মানুষ যখন করোনা ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখতে হোম কোয়ারেন্টাইন নিয়ে ব্যস্ত। ঠিক তখনই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং, সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ, করোনা সচেতনতায় উপজেলার আনাচে কানাচে লিফলেট বিতরণ করে নজির স্থাপন করেছেন । তাঁরা ফুটপাতের হকার, রিক্সা চালক, ভিুক ও হতদরিদ্র থেকে শুরু করে মানুষের মাঝে করোনা সচেতনতায় যাচ্ছেন গ্রামে গ্রামে। এমন কর্মকান্ডে উপজেলার প্রায় প্রত্যকটি অঞ্চলেই আলোচিত হচ্ছেন এই দুইজন কর্মকর্তা।
উপজেলা নির্বাহী অফিসার মো: লিয়াকত আলী সেখ জানান করোনা ভাইরাস প্রতিরোধে গত মার্চ মাসে শেরপুর উপজেলার বিভিন্নস্থানে মোট ১৯ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৭৬ টি মামলা দায়ের করে ১৭৬ জনকে মোট ১ লাখ ৮৫ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এ ৭৬ টি,দণ্ডবিধি ১৮৬০ এ ৭৫ টি ও সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রন ও নির্মূল) আইন ২০১৮ এ ২৫ টি মামলা করা হয়েছে। এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মো: লিয়াকত আলী সেখ ১০টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০৯ টি মামলা করে ৮৬ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করেছেন অপরদিকে সহকারী কমিশনার ভুমি জামশেদ আলম রানা ০৯ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৭ টি মামলায় ৯৮ হাজার ৮ শ টাকা জরিমানা আদায় করেছেন। এতে শেরপুর থানা পুলিশ ,গ্রাম পুলিশ ও পুসাসের সদস্যবৃন্দ সহযোগিতা করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো: লিয়াকত আলী সেখ আরও জানান জনস্বার্থে জননিরাপত্তা নিশ্চিতকরনে ,অপরাধ প্রবনতা প্রতিরাধকল্পে, সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠায় শেরপুর উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।