স্থানীয় খবর
শেরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে অতিরিক্ত পুলিশ সুপারের পরামর্শ
ষ্টাফ রির্পোটার: বগুড়ার পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো: গাজিউর রহমান বুধবার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা, ধুনটমোড় ও সকাল বাজারের বিভিন্ন পয়েন্টে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরুত্ব বজায় রাখা, বিনা প্রয়োজনে বাসার বাইরে বের না হওয়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখার প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে কথা বলেন এবং তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এবং করোনার অজুহাতে কেউ যেন দ্রব্যমুল্য বৃদ্ধি না করে সে ব্যাপারে সকলকে সতর্ক করেন।