ধুনটে এক সন্তানের জননীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
ধুনট(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে স্বামীর বাড়ী থেকে রিতা খাতুন (২০) নামে এক সন্তানের জননীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে বেলকুচি পশ্চিমপাড়া এলাকার নূরুন্নবী হোসেনের বাড়ী থেকে ওই গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানাগেছে, ধুনট উপজেলার বেলকুচি গ্রামের মৃত ভুলু মিয়ার ছেলে নূরুন্নবী হোসেনের সাথে প্রায় দুই বছর আগে কাজিপুর উপজেলার শ্যামপুর গ্রামের আনিছুর রহমানের মেয়ে রিতা খাতুনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ৯ মাস বয়সের এক কণ্যা সন্তান রয়েছে। শনিবার বিকেলে স্বামীর বাড়ীর শয়ন ঘরের ধরনার সাথে গলায় দড়ি পেঁচানো অবস্থায় রিতা খাতুনের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় প্রতিবেশিরা। পরে সংবাদ পেয়ে ধুনট থানা পুলিশ ওই গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তরিত জানা যাবে। তবে এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের হয়েছে ।