শেরপুরে টাস্কফোর্সের অভিযানে সাড়ে ৪৬ হাজার টাকা জরিমানা
ষ্টাফ রির্পোটর: বগুড়া শেরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামুলক কর্মকান্ডের অংশ হিসেবে টাস্কফোর্সের অভিযানে ২৪ জনের কাছ থেকে ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৩ এপ্রিল শুক্রবার শেরপুর উপজেলার ধুনট মোড়, রণবীরবালায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ। এ সময় সরকারি আদেশ অমান্য করায় তিনি ১১ জনকে মোট ১৩১০০ টাকা জরিমানা করেন।
অন্যদিকে উপজেলার শেরুয়া বটতলা, ছোনকা বাজার এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানা। ধুনট মোড়ে বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ১৩ জন ট্রাক ও মাইক্রোবাস ড্রাইভারকে সরকারি আদেশ অমান্য করে ঝুঁকিপূর্ণভাবে গাদাগাদি করে লোক বসানোর অপরাধে ৩৩ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। শেরুয়া বটতলা বাজারে বিকাল ৫ টায় বিপুল সংখ্যক লোক সমাগম দেখা যায়। তিনি তাদেরকে মাইকিং করে নিরাপদ দূরত্ব বজায় রেখে নিজের কাজ শেষ করার জন্য অনুরোধ করেন এবং যারা অহেতুক ঘোরাঘুরি করছিলেন তাদেরকে এই ধরনের কাজ অব্যাহত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মর্মে সতর্ক করেন। উক্ত অভিযানসমূহে শেরপুর থানা পুলিশ সহযোগিতা করেন।
এ ব্যাপারে শেরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানা বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় যারা সরকারি বিধি অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।