স্থানীয় খবর
বগুড়ায় ইয়াবা সহ একাধিক মামলার আসামী গ্রেপ্তার
ষ্টাফ রির্পোটার: বগুড়ায় ইয়াবা সহ একাধিক মামলার আসামী শাহ সেলিম (৪৮) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেলিম শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার খোশাল শিকদারকান্দি এলাকার মৃত জাবেদ আলী মাতবরের ছেলে।
ডিবির ওসি আছলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চারমাথা এলাকায় অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ঢাকা,কুমিল্লা সহ দেশের বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে বলে তিনি জানান।