খেলাধুলা
করোনা : ১০ লাখ ডলার দান করলেন নেইমার
শেরপুর ডেস্ক: বিশ্ব মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে স্থবির সব কর্মকাণ্ড। সব ধরনের খেলাধুলা থেকে হাত গুটিয়ে নিয়েছে বিশ্বের সব দেশ। তবে বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ব্রাজিলের ফুটবলার নেইমার। এ জন্য পিএসজির তারকা এই ফরোয়ার্ড দিয়েছেন ১০ লাখ ডলার!
কঠিন এই পরিস্থিতিতে নিজ দেশকে সহায়তায় নেইমার এই অর্থ দিয়েছেন বলে জানিয়েছে ব্রাজিলের টেলিভিশন এসবিটি। মোটা অঙ্কের এই অর্থের কিছু পরিমাণ দেয়া হবে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফে। বাকিটা দেওয়া হবে নেইমারের বন্ধু ব্রাজিলিয়ান টিভি উপস্থাপক লুসিয়ানো হাক পরিচালিত একটি দাতব্য প্রতিষ্ঠানে।
তবে এ সহায়তা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে নেইমারের প্রেস অফিস। বলছে, আমরা এই সহায়তা বা এর পরিমাণ নিয়ে কখনই কথা বলব না।