শেরপুরে সহকারি শিক্ষকের পদ কর্তন না করার দাবীতে মানববন্ধন
শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুরের বিশ্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদ কর্তন না করার দাবীতে মঙ্গলবার বিকাল ৪ টায় মানববন্ধন করেছে এলাকাবাসী।
এ সময় ভবানীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি গোলাম রব্বাবী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিখিল চন্দ্র সরকার, বিদ্যুতসাহী সদস্য চঞ্চল সরকার,২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক দুলাল সরকার,অবিনাশ সরকার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোন্নাফ, সুশীল চন্দ্র, প্রতাপ সরকার,তমছের আলী,রণদা প্রসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর দাবী, বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকের সর্বমোট ৭টি পদ রয়েছে। কিন্তু সম্প্রতি অন্যত্র বদলী হতে না পেরে সহকারি শিক্ষক রেজিয়া পারভীন পদ কর্তন করে চলে যাবার চেষ্টা করছেন। পদটি কর্তন করা হলে তা বিশ্বা, জামালপুর ও তিরাইল গ্রামের শিক্ষার্থীদের অপুরণীয় ক্ষতি হবে। তাই পদ কর্তন না করার জন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন।