বিনোদন
করোনা আতঙ্ক: বিয়ের দিনক্ষণ ঠিক করলেন রণবীর-আলিয়া!
শেরপুর ডেস্ক: বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। তাই রণবীর-আলিয়ার বিয়ের দিন-তারিখ পিছিয়ে দিতে বাধ্য হলেন কাপুর এবং ভাটরা।
জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরেই নাকি রণবীর-আলিয়ার চার হাত এক করার পরিকল্পনা করছেন দুই পরিবারের সদস্যরা। চারদিন ধরে হবে বিয়ের অনুষ্ঠান। ২১ ডিসেম্বর থেকেই নাকি রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠান শুরু হবে। তবে দুই পরিবারের সম্মতিতেই বিয়ের দিনণ স্থির করা হবে বলে শোনা যাচ্ছে।
জানা যাচ্ছে, মুম্বাইয়ের ব্যান্দ্রা এবং জুহুতেই নাকি দুই তারকার বিয়ের আসর বসবে। আপাতত ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথা দুই পরিবার ভাবছে না। যদিও রণবীর কাপুর কিংবা আলিয়া এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।