করোনা মোকাবেলায় বগুড়া জেলা প্রশাসকের নিকট এনডিপির ২ লক্ষ টাকার চেক হস্তান্তর
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বা কোভিড-১৯ মোকাবেলায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক বগুড়া জেলার জেলা প্রশাসকের নিকট ২ (দুই) লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। ৫ এপ্রিল জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এর নিকট চেক হস্তান্তর করেন এনডিপি এর নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান । এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উজ্জ্বল কুমার ঘোষ ও এনডিপি এর পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ এবং এনডিপি বগুড়া এরিয়ার সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ০৩ এপ্রিল ২০২০ এনডিপি’র সিনিয়র ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এনডিপি’র সকল কর্মকর্তার ১দিনের বেতন সেচ্ছায় ত্রান তহবিলে দান এবং দূর্যোগ ব্যবস্থাপনা তহবিলের সমন্বয়ে করোনাভাইরাস মোকাবেলায় একটি তহবিল গঠন করা হয়। মূলত এ তহবিল থেকেই সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা ও নাটোর জেলার জেলা প্রশাসকের নিকট ২ (দুই) লক্ষ টাকা করে মোট ৮ (আট) লক্ষ টাকা এবং সিরাজগঞ্জ জেলার চারটি উপজেলায় খেটে খাওয়া দিনমজুর ও অসহায় পরিবারকে সহায়তার লক্ষ্যে ৪ (চার) লক্ষ টাকার ত্রান সামগ্রী চাল, ডাল, তেল, সাবান সহ সর্বমোট ১২ (বারো) লক্ষ টাকা বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও এনডিপি কর্তৃক জনসচেতনতামূলক প্রচারাভিযান মাইকিং, অন-লাইন গণমাধ্যম কর্তৃক প্রচার, লোকাল পত্রিকায় প্রচার সহ হ্যান্ড ওয়াশিং, লিফলেট বিতরণ ইত্যাদি কার্যক্রম চলমান রয়েছে । প্রেস রিলিজ