সারিয়াকান্দিতে ইউনিয়ন আ.লীগ সভাপতির ১ মাসের কারাদণ্ড
বগুড়া সংবাদদাতা: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ১০ টাকার চাল কালোবাজারে বিক্রির অভিযোগে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গাজীউল হক (৫৮) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর বাজার এলাকায় এই সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া। গাজীউল হক খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার ও বয়ড়াকান্দি গ্রামের মৃত নজির হোসেনের ছেলে।
স্থানীয়সুত্রে জানা গেছে, ডিলার গাজীউল হক প্রায় ৫শ কার্ডধারী হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য ১০টাকা কেজি দরের চাল না দিয়ে নগদ টাকা দিচ্ছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার এই সাজা দেন।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান আলী রনি জানান, ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। পরে শুনেছি যে তাকে চাল বিক্রির অপরাধে জেল দেয়া হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া জানান, চাল কালোবাজারে বিক্রির অভিযোগে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সাথে ২৮৮ বস্তা সরকারি চাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।