বাবা চাইতেন না আমি টাইট পোশাক পরি : প্রিয়াঙ্কা
শেরপুর ডেস্ক: বাবা অশোক চোপড়াকে নিয়ে ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাাৎকারে বলিউডের তারকা প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, ‘বাবা চাইতেন না আমি শরীরের সঙ্গে লেগে থাকা টাইট পোশাক পরি।’ কিন্তু কেন এমনটা বলেছেন বলিউডের এই তারকা?
বক্তব্য স্পষ্ট করে তুলে ধরতে প্রিয়াঙ্কার ভাষ্য, ‘১২ বছর বয়সে আমি আমেরিকা যাই। আর ফিরে আসি ১৬ বছর বয়সে। তখন আমি সম্পূর্ণ নারী। আমায় দেখে বাবা কী করবেন ভেবেই পাচ্ছিলেন না। এরপরই বাবা এই হুকুম জারি করেন।’
প্রিয়াঙ্কার মা মধু চোপড়াও কথা বলেছেন এই প্রসঙ্গে। তিনি বলেন, ‘তার মেয়ে আমেরিকা থেকে এসে আঁটোসাঁটো পাশ্চাত্য পোশাক পরতে আরম্ভ করে। আমরা তখন রায়বরেলিতে থাকতাম। সেখানকার পরিবেশের সঙ্গে এই পোশাক বেমানান ছিল। তাই ওর বাবা ওকে ওরকম পোশাক পরতে বারণ করেন। আর আমার মেয়ে খুব ভালো ছিল। ও সঙ্গে সঙ্গে সেটা মেনে নেয়।’
অতীতের কথা স্মরণ করে প্রিয়াঙ্কা আরও বলেন, ‘দেশে ফেরার পর আমাকে স্কুলের ছেলেরা “ফলো” করত। বাবা বলত, তুমি ভালো-মন্দ ভুল ঠিক যাই করো না কেন, আমাকে এসে বলবে। আমি সেগুলো ঠিক করে দেব। তুমি ভালো না খারাপ বিচার করব না। আমি তো তোমার টিমেরই লোক।’
এদিকে, বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে লস অ্যাঞ্জেলেসে স্বামী নিক জোনাসের সঙ্গে গৃহবন্দী হয়ে আছেন প্রিয়াঙ্কা চোপড়া।