সৌদি বাদশাহর দেহরক্ষীকে গুলি করে হত্যা
শেরপুর ডেস্ক: গুলি করে হত্যা করা হয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের দেহরক্ষীকে। নিহত ওই দেহরীর নাম আব্দুল আজিজ আল ফাঘাম।
সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের এক টুইট বার্তায় রবিবার এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়, লোহিত সাগরের তীরের শহর জেদ্দায় ওই দেহরীকে গুলি করে হত্যা করা হয়।
টুইটবার্তায় আরও জানানো হয়, ‘দুই পবিত্র মসজিদের খাদেমের ব্যক্তিগত দেহরী ছিলেন মেজর জেনারেল আব্দুল আজিজ আল ফাঘাম।’এই হত্যাকান্ডের ব্যাপারে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এক সূত্রের খবরে বলা হয়েছে, ব্যক্তিগত বিরোধের জেরে মেজর জেনারেল আব্দুল আজিজ আল ফাঘামকে হত্যা করা হয়েছে। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার জেদ্দায় বন্ধুর বাড়িতে আল ফাঘামের সঙ্গে মামদুদ আল আলী নামের এক ব্যক্তির বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে মামদুদ আল ফাঘামকে গুলি করে হত্যা করে।