আতংকে শেরপুর হাসপাতালের নার্সেরা
ষ্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসের চলমান পরিস্থিতিতে সুরক্ষা সামগ্রী না পেয়ে আতংকে রয়েছেন শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সেরা।
জানা গেছে, বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বমোট ২২ জন নার্স (সেবিকা) কর্মরত আছেন। সারাদেশে করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকিকে হাসপাতালে কর্মরতের জন্য নানা সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। শেরপুর হাসপাতালের ডাক্তারদের মাঝে কিছু সুরক্ষা সামগ্রী দেয়া হলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত কোন নার্সের কাছেই পৌঁছেনি পিপিই কিংবা মাস্ক হ্যান্ড গ্লাভসের কোন উপকরণ। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নার্স জানান, শেরপুর হাসপাতালে এখন রোগীর সংখ্যা কমলেও আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদেরও পরিবার পরিজন আছে। অথচ আজ পর্যন্ত আমাদের কোন সুরক্ষা সামগ্রী দেয়া হয়নি।
এ ব্যাপারে শেরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল কাদের এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।