স্থানীয় খবর
শেরপুরে করোনা প্রতিরোধে ঘরে থাকতে ওসির পরামর্শ
মুনসী সাইফুল বারী ডাবলু: করোনা ভাইরাস প্রতিরোধে শেরপুর থানা পুলিশ মঙ্গলবার থানার বিভিন্ন স্থানে জনসাধারণকে ঘরের মধ্যে থাকার পরামর্শ প্রদান সহ বিনা কারনে ঘরের বাইরে বের না হওয়ার জন্য পরামর্শ প্রদান করে হ্যান্ড মাইকে প্রচার করেছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো:হুমায়ন কবির বলেন জনগনকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতেই পুলিশ প্রচারনা চালাচ্ছে। তিনি বলেন অযথা কেউ বিনা প্রয়োজনে ঘরের বাইরে গিয়ে নিজেকে ঝুঁকির মুখে ফেলবেন না,ঘরে থাকুন, সুস্থ থাকুন। ওসি মো:হুমায়ন কবির আরও বলেন বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জনগণকে সচেতন করা হয়। এ সময় শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ সহ থানার বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।