শেরপুরে টাস্কফোর্সের অভিযান ১৫ মামলায় ৬৯ হাজার ৪০০ টাকা জরিমানা আদায়
মুনসী সাইফুল বারী ডাবলু: বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন স্থানে ৮ মার্চ বুধবার সকাল ৯ টা দুপুর ২.৩০ টা পর্যন্ত করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উপজেলা প্রশাসন টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছেন। উক্ত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখ এবং সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা। এ সময় সরকারের আদেশ অমান্য করে হোটেল খোলা রেখে সংক্রামক রোগ বিস্তার ঘটতে সহায়তা করায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখ একটি অভিজাত হোটেলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। বিকাল ৫ টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত তিনি উপজেলার মির্জাপুর, ছোনকা, সীমাবাড়ী বাজার, বেটখৈর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। উক্ত অভিযানে সরকারের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ও গণজমায়েত সৃষ্টি করায় আরো ১১ জনকে বিভিন্ন আইনে ১২ হাজার ৪০০ টাকা জরিমানা করেন। তিনি সকাল ও বিকালের অভিযানে তিনি মোট ৬২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেন।
অন্যদিকে বিকাল ৫ টা থেকে সাড়ে ৮ পর্যন্ত উপজেলার কলেজ রোড়, ঝাঁজর বাজার, খামারকান্দি বাজার, কেল্লা-পোশী বাজার, বাগড়া বাজার ও বনমরিচায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানা। এ সময় তিনি ৩ জনকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেন। সবমিলিয়ে বুধবার টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মোট ১৫ টি মামলায় ৬৯ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছে। উক্ত অভিযানে শেরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সহায়তা করেন ।