খেলাধুলা

ভুটানকে ৪-১ গোলে হারালো বাংলাদেশ

Spread the love

শেরপুর ডেস্ক: ভুটানের বিপে প্রথম প্রীতি ম্যাচে দেখা গেলো আতœাবিশ্বাসী এক বাংলাদেশকে। পুরো ম্যাচ জুড়েই আক্রমণের পসরা সাজায় বাংলাদেশের ফুটবলাররা। কোচ ও অধিনায়কের কথার প্রতিফলনই মিললো বাংলাদেশের পারফরম্যান্সে। জীবনের জোড়া গোলে ভুটানকে ৪-১ ব্যবধানে হারিয়েছে জামাল ভূঁইয়ার দল।
রবিবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ভুটানের ওপর আধিপত্য দেখায় বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন লাল-সবুজ বাহিনীর জীবন। তবে ১১ মিনিটে আর হতাশ করেননি তিনি। কর্নার থেকে হেডে বাংলাদেশকে এগিয়ে দেন জীবন।
২৬ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ভুটান। কিন্তু বাংলাদেশের গোলরক অত রাখেন গোলপোস্ট। ৩২ মিনিটে আরেকবার এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেন স্বাগতিক দলের ইব্রাহিম। ৩৯ মিনিটে স্বাগতিক দর্শকদের আবারও আনন্দের উপল এনে দেন জীবন। পেনাল্টি ডি-বক্সের ভেতরে ডান দিক দিয়ে ইব্রাহিমের বাড়িয়ে দেওয়া বল প্রিতার সঙ্গে জালে পাঠান জীবন। এরপর প্রথমার্ধের শেষ মিনিটে ইব্রাহিম সহজ গোলের সুযোগ নষ্ট করলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় জামাল ভূঁইয়ার দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি গোল শোধ করে ভুটান। ৫১ মিনিটে দর্জির গোল করলে ব্যবধান হয় ২-১। তবে আক্রমণের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। ৬২ মিনিটে পেনাল্টি ডি-বক্সের ভেতর থেকে ইয়াসির খানের দারুণ একটি শট ঠেকিয়ে দেন ভুটানের গোলরক। ৭৩ মিনিটে স্বাগতিকদের হয়ে তৃতীয় গোলের দেখা পায় বিপলু আহমেদ। ডি-বক্সের জটলার মধ্যে বল বিপদ মুক্ত করতে পারেনি ভুটানের ডিফেন্ডার। বল পেয়ে যান ফাঁকায় দাঁড়িয়ে থাকা বিপুল। ঠান্ডা মাথায় ডান পায়ের শটে বল জালে পাঠান তিনি। ৮১ মিনিটে আসে চতুর্থ সাফল্য। বিপলুর পাস থেকে বদলি হিসেবে নামা স্টাইকার রবিউল হাসান ব্যবধানটা ৪-১ করেন। শেষদিকে আরও দুটি সহজ গোলের সুযোগ নষ্ট করেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং বিপলু। ফলে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জেমি ডে’র শিষ্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close