করোনা রোধে গ্লাভস কি আসলেই গুরুত্বপূর্ণ?
আজকের শেরপুর ডেস্ক: বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে করোনাভাইরাস। প্রতিদিন নতুন করে হাজারো মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। এই ভাইরাস থামানোর মতো নেই কোনো ভ্যাকসিন কিংবা দাওয়াই এখন পর্যন্ত নেই। তাই রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলি নির্দিষ্ট উপায়ে মুখে মাস্ক পরার পরামর্শ দিয়েছে। কিন্তু গ্লাভস কি কোনো সুরক্ষা দেয়?
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনপিআর-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষজ্ঞদের মতে গ্লাভস পরা অর্থবহ না। বরং খালি হাত ব্যবহার করে ভালোমতো ধুয়ে ফেলাই শ্রেয়।
ইউনিভার্সিটি অফ শিকাগোর মেডিসিন হাসপাতালের এপিডেমিওলজিস্ট এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. এমিলি ল্যান্ডন বলেন, ‘মানুষের ত্বক হাইড্রোফোবিক আনরণের মতো দুর্দান্ত। যার অর্থ এটি অনেকটা মোমের মতো যা আর্দ্রতা প্রতিরোধ করে।’
‘অর্থাৎ আপনি যখন কোনো জিনিস স্পর্শ করেন তখন তা আপনার হাতের সঙ্গে লেগে থাকে। পরে আপনি আপনার হাত ধুয়ে সেগুলো থেকে মুক্ত হতে পারেন’, তিনি যোগ করেন।
ডা. এমিলি ল্যান্ডন বলেন, ‘অন্যদিকে, গ্লাভস পরা আপনার জন্য অস্বাস্থ্যকর হতে পারে। কারণ আপনি হাত ধোয়ার পরিবর্তে নোংরা গ্লাভস বারবার পরে চলেছেন। গ্লাভসগুলি কেবল তখনই কার্যকর যখন আপনি এগুলি সঠিক উপায়ে এবং অর্থবহ উপায়ে ব্যবহার করবেন।’
যেমন হাসপাতালগুলোতে গ্লাভস ব্যবহার করা হয় নির্দিষ্ট উদ্দেশে এবং পরে তা ফেলে দেওয়া হয়। ডা. ল্যান্ডন বলেন, ‘আমরা যখন স্যাঁতসেঁতে বা দূষিত কোনো জিনিসকে স্পর্শ করি তখন গ্লাভস ব্যাবহার করি। এরপর সঙ্গে সঙ্গে আমরা তা খুলে ফেলে দেই। পরে আমরা ভালো করে হাত পরিষ্কার করি। কারণ ১০-১৫% সময়ে দেখা যায় দূষিত জিনিস ধরার পর গ্লাভস খুলে ফেললেও সেই দূষিত জিনিসে অনেকে আক্রান্ত হন।’
তাই গ্লাভস পরে থাকার চেয়ে হাত ধোয়া এবং হাতকে স্বাস্থ্যকর রাখা বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন এই বিশেষজ্ঞ।