বিদেশের খবর
বিহারে বন্যায় ২৭ জনের মৃত্যু
শেরপুর ডেস্ক: কয়েক দিনের ভারী বৃষ্টিতে ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনা সহ বেশ কয়েকটি এলাকা বন্যা কবলিত হয়েছে। মৃত্যু হয়েছে কমপে ২৭ জনের। পাটনার সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের ২৪ জেলায় আরও বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।
বিহারে বন্যায় সবচেয়ে তিগ্রস্ত হয়েছে রাজধানী পাটনা। সেখানে অনেক এলাকা পুরোপুরি ডুবে গেছে, স্বাভাবিক জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে নৌকার মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।