ফাগুন অডিও ভিশনের বৈশাখী পাঁচফোড়ন
শেরপুর ডেস্ক: দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মত এবারও পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করেছে বৈশাখের বিশেষ পাঁচফোড়ন।
পাঁচফোড়ন নির্মাণ করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। গত প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। তারই ধারাবাহিকতায় এবারও পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করা হয়েছে বৈশাখের বিশেষ এই পাঁচফোড়ন।
পহেলা বৈশাখ উপলক্ষে নির্মিত এই বিশেষ পাঁচফোড়নের উপস্থাপনা সাজানো হয়েছে বর্তমানের বৈশ্বিক দুর্যোগ করোনায় আক্রান্ত নববর্ষ উদযাপন নিয়ে। জনৈক ব্যক্তির বাসায় তার এক দূর সম্পর্কের ভাই বেড়াতে এসে করোনার কারণে আটকা পড়ে যান। ব্যক্তির বাসায় আগে থেকেই তার শ্যালক ছিলো। এই তিন ব্যক্তির মধ্যে করোনা সম্পর্কে নানান সচেতনতামূলক আলোচনা, বিভিন্ন মতামত ও করণীয় সম্পর্কে বিভিন্ন আলোচনা হতে থাকে। তারই ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোটিং।
এবারের পাঁচফোড়নে অতিথির চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হাসান কিসলু, গৃহকর্তার চরিত্রে সুভাশিষ ভৌমিক এবং শ্যালকের চরিত্রে অভিনয় করেছেন সজল। এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে ২টি। একটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস.আই.টুটুল। নববর্ষকে নিয়ে গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এস.আই.টুটুল। পরিবেশন করেছে ধ্রুবতারা ব্যান্ড।
এছাড়াও সংগৃহিত কথায় কানাই লাল শীলের সুরে পল্লীগীতি ‘মাঝি বাইয়া যাওরে…’ নতুন সঙ্গীতায়োজনে গেয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ঢাকা ও ঢাকার আশেপাশে মনোরম লোকেশানে গানগুলির চিত্রায়ন করা হয়েছে। এবারের পাঁচফোড়নে রয়েছে সিরাজগঞ্জের দৃষ্টি প্রতিবন্ধী আবদুল খোন্দকারের খালি হাতে বিচিত্র বংশী বাদন। আমাদের বিভিন্ন ঐতিহ্যবাহী শাড়ি বিশেষ করে বৈশাখের শাড়ি ও তাঁতের শাড়ি বিক্রির সবচেয়ে বড় হাট সিরাজগঞ্জের শাহজাদপুরের কাপড়ের হাটের উপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য বায়োস্কোপের উপর রয়েছে একটি তথ্যবহুল প্রতিবেদন।
এছাড়াও চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঘুঘুশাল গ্রামের সমীরণ দত্তের পরিত্যক্ত গাছের শিকড় দিয়ে বানানো চমৎকার নকশার প্রয়োজনীয় আর ব্যবহার্য বিভিন্ন শিল্পকর্মের উপর একটি প্রতিবেদন। বৈশাখের উপর বেশ ক’টি ব্যঙ্গাত্মক এবং রসাত্মক নাট্যাংশ রয়েছে।
অনুষ্ঠানটি প্রচার হবে ১৪ এপ্রিল (১লা বৈশাখ), মঙ্গলবার রাত ০৮:০০ টায়, শুধুমাত্র এটিএন বাংলায়। পরিবেশিত হবে কেয়া কসমেটিকস্ লিমিটেড এর সৌজন্যে।