শেরপুর উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত
মুনসী সাইফুল বারী ডাবলু: বগুড়ার শেরপুরে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। ১৩ এপ্রিল সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করে ২১ জনকে ১৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানাযায় বগুড়ার শেরপুর উপজেলার কলেজ রোড়, ব্রাক বটতলা, গাড়ীদহ বাজার, মহীপুর বাজার, আকরামপুর, কুসুম্বী, আলতাদিঘী ও রণবীরবালায় সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে ১৩ এপ্রিল বিকাল ৫ টা থেকে রাত সাড়ে ৮ পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ। উক্ত অভিযানে সরকারের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ও গণজমায়েত সৃষ্টি করায় ৭ জনকে বিভিন্ন আইনে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। তিনি বিভিন্ন এলাকায় গিয়ে যারা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশনা দেন।
অপরদিকে, সরকারি আদেশ আমান্য করে গণজমায়েত সৃষ্টি করায়, অযথা বাইরে ঘোরাফেরা করায়, একের অধিক আরোহী নিয়ে মোটরসাইকেল চলাচল করায় শেরপুর উপজেলার শেরশাহ মার্কেট গলি, ধুনট মোড়, রণবীরবালা, শুবলী, শুভগাছা বাজার, জামাইল হাট, দয়ালসাড়া বাজার, বারদুয়ারী হাটে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ জনকে ৬ হাজার ৮০০ করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানা। তিনি বলেন দোকান খোলা রাখায় ফলপট্টিতে প্রচুর লোকজনের উপস্থিতি দেখা যায়। ফলপট্টির কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং ২ জনকে জরিমানা করা হয়। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাপ্তাহিক বারদুয়ারী হাট বসায় দুপুরে অভিযান পরিচালনা করা হয় এবং হাট ভেঙ্গে দেওয়া হয়। বিকালে বিশালপুর ইউনিয়নের জামাইল হাট ও দয়াল সাড়া বাজারে দোকান খোলা রেখে আড্ডাবাজীতে সহায়তা করায় ৩ জনকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।