শেরপুরে এবার ভিন্ন বৈশাখ
ষ্টাফ রির্পোটার: পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন। প্রতিবছর বাঙালীর হৃদয়ে উৎসব মুখর আনন্দের ধারা ছড়ালোও এবার ব্যতিক্রম। সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের আতংকে উৎসব নেই। তাই বগুড়ার শেরপুর উপজেলায়ও এবার ভিন্ন বৈশাখ।
দ্বিতীয় শ্রেনীর ছাত্রী আশরাফী ভিন্ন। নববর্ষের প্রথম দিন শখ ছিল নতুন জামা কাপড় পড়ে বেড়াতে যাবে। পান্তা-ইলিশ খাবে। বাড়ির বাইরে যাবার শখ পুরণ না হলেও বৈশাখী জামা পড়ে সাজগোছ করেছিলো সে। বড় ভাই ইফতি মোবাইল ফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। বাবা-মাকে সাথে নিয়ে ঘরেই কাটে তাদের বৈশাখের আনন্দ।
প্রতিবছর পহেলা বৈশাখ বাংলা নববর্ষকে বরণ করতে বগুড়ার শেরপুরে প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনন্দশোভাযাত্রা,মেলা, পান্তা ইলিশ খাওয়া, চড়ক পুজা সহ নানা আয়োজন করা হয়। ব্যবসায়ীরা নতুন হালখাতার আয়োজন করেন। কিন্তু এবার সেই আয়োজন নেই।
করোনা ভাইরাসের সংক্রমনের কারণে সারাদেশে নেই বাইরের কোন অনুষ্ঠান। এ যেন কল্পনাতীত সময়, ভিন্ন এক নববর্ষ। তবু ঘরে থেকে কামনা করোনাবিহীন এক বিশ্বের। তারপরও সুস্বাগতম বাংলা নববর্ষ ১৪২৭।