জেলার খবর
নন্দীগ্রামে আগুনে পুড়লো ঔষুধের দোকান
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: নন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই হয়ে গেলো একটি ঔষুধের দোকান।নন্দীগ্রাম উপজেলার পল্লীতে একটি ঔষুধের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, এতে প্রায় দুই লাখ টাকার মালামাল ভূস্মিভূত হয়। মঙ্গলবার সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার হাইস্কুল এন্ড কলেজ মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সকালে উপজেলার ধুন্দার হাইস্কুল এন্ড কলেজ মার্কেটের নান্নু ফার্মেসি এন্ড ভেটেরিনারি দোকানটিতে আগুন লাগে। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে, এতে প্রায় দুই লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রতন কুমার দেবনাথ ঔষুধের দোকানে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।