ধুনটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
এম.এ রাশেদ ঃ ধুনটে সংবর্ধনা ও ডিভাইস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বগুড়ার ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজেন কৃতি শিার্থীদের সংবর্ধনা, অবসরপ্রাপ্ত শিকদের বিদায় সংবর্ধনা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিার্থীদের ডিভাইস বিতরণ অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক আবুল কালাম আজাদ, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, জেলা প্রাথমিক শিা কর্মকর্তা তাহমিনা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন, সহকারী শিা কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রধান শিক শফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস প্রমূখ।সভায় ১৭৭ জন কৃতি শিার্থী ও ৩৮ জন অবসর পাপ্ত বিদায়ী শিকদের সংবর্ধনা এবং ২৯ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিার্থীদের মাঝে ডিভাইস বিতরণ করা হয়।