স্থানীয় খবর
শেরপুরে শতাধিক কর্মহীন মানুষকে খাদ্য উপহার
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু’র উদ্যোগে এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু শহিদ বিল্লাহ বকুল এর সহযোগিতায় করোনা ভাইরাস এর কারণে কর্মহীন শতাধিক মানুষকে খাদ্য উপহার দেওয়া হয় ।
সামাজিক দুরত্ব বজায় রেখে ১৫ এপ্রিল বুধবার সকাল ৯ টা থেকে খাদ্য সামগ্রী উপহার প্রদান করেন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু। এ সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক প্রভাষক মুন্সী নাহিদ আল মালেক,ষ্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম জাহিদ, সমাজ সেবক মুন্সী আহসানুল বারী সিদ্দিকী সার্থক, আব্দুল রাজ্জাক, টিপু সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন। উপহার সামগ্রীর মধ্যে চাল ডাল তেল লবন সাবান আলু রয়েছে। উপহার সামগ্রী পেয়ে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেন।