শেরপুরে প্রশাসনে সুশাসন নিশ্চিত করার দাবিতে জাসদের র্যালি ও মানববন্ধন
ষ্টাফ রির্পোটার: “সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তি চাই” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে গত ৩০শে সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় সরকারি অফিস-আদালতে ঘুষ, দূর্নীতি, অনিয়ম, অপচয় বন্ধ ও উন্নয়নের সুফল রক্ষার দাবিতে উপজেলা পরিষদ চত্ত¡রের সামনে মানববন্ধন ও র্যালি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। প্রশাসনে সুশাসন নিশ্চিত করার দাবিতে তারা শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন শেখ, পৌর জাসদের সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক শামীম হাসান, জাতীয় নারী জোট নেত্রী মাসেদা বেগম, রোকসানা বেগম, জাতীয় যুব জোট নেতা জিল্লুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা দূর্নীতিবাজ, লুটপাটকারী, দলবাজ, চাঁদাবাজ, ক্ষমতাবাজ, ক্ষমতার অপব্যবহারকারী, নারী ও শিশু নির্যাতন, ধর্ষক, মাদককারবারী সহ প্রশাসনে সাধারন মানুষের ন্যায় বিচার ও প্রতিকার পাওয়ার সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করার দাবী জানান।