একসঙ্গে টেস্ট খেলার স্বপ্ন দেখেন দুই ভাই
শেরপুরডেস্ক: ইংল্যান্ড জাতীয় দলের হয়ে একসঙ্গে টেস্ট ম্যাচ খেলার স্বপ্ন দেখেন স্যাম কুরান ও টম কুরান। ১৯৯৭ সালে ইংল্যান্ডের হয় একইসঙ্গে টেস্ট ম্যাচ খেলেছিলেন দুই সহোদর অ্যাডাম ও বেন। এরপর ইংল্যান্ডের হয়ে আর কখনো দুই ভাই একসঙ্গে টেস্ট ম্যাচ খেলেনি।
টম ও স্যাম কুরান দুজনই ইংল্যান্ডের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন। তবে এর মধ্যে ধারাবাহিকভাবে ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলে যাচ্ছেন স্যাম কুরান। তিনি এ পর্যন্ত ইংলিশদের হয়ে ১৭ টি টেস্ট খেলেছেন। অপরদিকে টম ইংল্যান্ডের হয়ে মাত্র দুটি টেস্ট খেলেছেন। কিন্তু দুই ভাইয়ের এখনো একসঙ্গে খেলা হয়নি।
টম কুরান মূলত ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে নিয়মিত সুযোগ পান। এমনকি গত বছর ইংল্যান্ডের বিশ্বকাপ দলেও ছিলেন তিনি। অপরদিকে স্যাম কুরান মূলত খেলেন চেস্ট স্পেশালিস্ট হিসেবে। ২০১৮ সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে স্যাম জানিয়েছেন তাদের ইচ্ছা দুই ভাই এক সঙ্গে টেস্ট ম্যাচ খেলবেন।
এ ব্যাপারে স্যাম বলেন, ‘আমরা দুই ভাই এক সঙ্গে বেশ কয়েকটি ওয়ানডে ম্যাচ খেলেছি। কিন্তু আমাদের ইচ্ছা আমরা একসঙ্গে টেস্ট ম্যাচ খেলব। আশাকরি একদিন তা সম্ভব হবেও।’