শেরপুরে পুলিশ সেজে বাইরে থাকা লোকজনদের লাঠিচার্জ
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দী ইউনিয়নের পারভবানীপুর বাজারে ১৫ এপ্রিল বিকেলে ভুয়া পুলিশ সেজে বাইরে থাকা লোকজনদের লাঠিচার্জ করার সময় মনির হোসেন (৩৫) নামে এক যুবক কে একটি মোটর সাইকেল সহ এলাকাবাসী আটক করে। পরে শেরপুর থানার এস আই মো. ফজলুল হক মুচলেকা নিয়ে ভুয়া পুলিশকে ছেড়ে দেয়।
জানা যায়, নন্দীগ্রাম উপজেলার গোহাইল ইউনিয়নের আম্বইল গ্রামের শফিকুল ইসলামের ছেলে এনা এন্টারপ্রাইজের ড্রাইভার মনিরহোসেন পুলিশের এসআই পরিচয় দিয়ে পারভবানীপুর বাজারে বাইরে থাকা মানুষদের এলোপাথারি লাঠিচার্জ করতে থাকে। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে একটি মোটর সাইকেল সহ তাকে আটক করে শেরপুর থানায় খবর দিলে শেরপুর থানার এস আই মো. ফজলুল হক ঘটনাস্থলে গিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
এ ব্যাপারে খামারকান্দি ইউপি সদস্য মাজেদুল ইসলাম বলেন, ভুয়া পুলিশ পরিচয়দানকারী মনির হোসেন কে আমরা আটক করেছিলাম। পরে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছিল কিন্তু পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ন কবিরের সাথেযোগাযোগ করলে তিনি বলেন, ওই লোকটির মাথায় সমস্য আছে তাই তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।