দেশে করোনায় আরও মৃত্যু ১০,আক্রান্ত ৩৪১
শেরপুরডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে মৃত্যু বরণ করেছে আরো ১০ জন এবং নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়লো আরো ৩৪১। ফলে করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগে দেশে সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৬০ জনের। এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭২ জনে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটায় রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা এ তথ্য জানান।
ডা.নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩৫ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১৯টি। ফলে গত দিনের চেয়ে ৪ শতাংশ বেশি নমুনা সংগ্রহ করা হয়েছে আজ এবং মোট পরীক্ষার হার বেড়েছে ১৬ শতাংশ।
তিনি আরো জানান, মারা যাওয়া ১০ জনের মধ্যে সাতজন পুরুষ, নারী তিনজন। এদের বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৭০ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন। এদের ঢাকায় ৬ এবং ঢাকার বাইরে ৪ জন।
নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৩৫ জনকে। মোট আইসোলেশনে আছেন ৪৬১ জন। আইসিইউ প্রস্তুত আছে ১৯২টি।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।