এপ্রিলেই মা হচ্ছেন কোয়েল মল্লিক
শেরপুরডেস্ক: এই এপ্রিলের শেষেই মা হচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। ভাইরাসের প্রকোপে সারা পৃথিবীতে যখন মৃত্যুমিছিল, সেই সময় বাকি সকলের মতো তিনিও গৃহবন্দি। আর পাঁচজন গর্ভবতী মহিলার মতোই টলি-তারকা কোয়েলও বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। কোয়েল নিজেই জানালেন, “এপ্রিলের শেষে বা মে মাসের শুরুর দিকে এক্সপেক্ট করছি। চিকিৎসকরা তাই বলেছেন।” কীভাবে সময় কাটছে তাঁর? “এমনিতে আমি ভালই আছি। বাড়িতে থাকতে আমি বরাবরই পছন্দ করি। এখন তাই অসুবিধা হচ্ছে না। সিনেমা দেখছি। বই পড়ছি। ফ্রি-হ্যান্ড একসারসাইজ করছি। এই সময় ফ্রি-হ্যান্ড করাটা ভালও। এবার দেখা যাক কবে ডাক আসে।” আর সন্তানের নাম কী নাম ঠিক করেছেন? হাসতে হাসতে অভিনেত্রী জানালেন, “এখনও নাম ভাবিনি। পরে ভাবব।”
এই ঘরবন্দি অবস্থাতেই ঈঙঠওউ-১৯ সচেতনতায় তৈরি অরিন্দম শীলের ‘ঝড় থেমে যাবে একদিন’ ছবিতে কাজ করলেন তিনি। ঘরে বসে শুটিং করার সে এক অন্য রকম অভিজ্ঞতা। এখন শ্বশুরবাড়িতেই রয়েছেন কোয়েল। তবে সন্তান জন্মের পর মা-বাবার কাছে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। এখন মা-বাবার সঙ্গে ভিডিও কলিংয়ের মাধ্যমেই যোগাযোগ রেখে চলেছেন। অন্যদিকে নিসপাল সিং রানে, অর্থাৎ তাঁর স্বামী তাঁকে সঙ্গ দিচ্ছেন।
এবার পুজোয় মুক্তি পেয়েছিল কোয়েলের ছবি ‘মিতিন মাসি’। দারুন হিট করেছিল ছবিটি। পরের মিতিন মাসি ছবির পরিকল্পনাও রয়েছে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত সৌকর্য ঘোষালের পরিচালনায় ‘রক্তরহস্য’ এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘বনি’। কোয়েল আশায় রয়েছেন যে এই অন্ধকার সময় ঠিক কেটে যাবে একদিন। জীবন ফিরবে তার স্বাভাবিক ছন্দে। মানুষ আবার হলে গিয়ে সিনেমা দেখতে পারবে। নিশ্চয়ই সময় লাগবে। কিন্তু নতুন দিনের ভোরের অপেক্ষায় রয়েছেন তিনি। সূত্র: প্রতিদিন