অসহায় মানুষগুলোর পাশে পপির খাদ্যসামগ্রী ‘রিটার্ন অব লাভ’
শেরপুর ডেস্ক: করোনা ভাইরাসের আতঙ্ক বিশ্বজুড়ে। বাংলাদেশেও পড়েছে এর বড় ধরণের প্রভাব। দেশে করোনার বিস্তার রোধে সরকারি-বেসরকারি অফিস সহ বন্ধ রয়েছে সব ধরণের গণপরিবহন যোগাযোগ। এতে বেশি সমস্যায় পড়েছেন নিম্ন বিত্ত ও মধ্য আয়ের মানুষ। তাই এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট একটু লাঘোব করতে চেয়েছেন সময়ের জহনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি।
নববর্ষের দিন ভালোবাসার চাদরে জড়িয়েছেন অসহায় মানুষদের। নিজ শহর খুলনায় ১১০০ পরিবারের মাঝে বিতরণ করেন খাদ্যসামগ্রী। তবে এই খাদ্যসামগ্রীকে পপি ‘রিটার্ন অব লাভ’ বলে আখ্যায়িত করেছেন। খুলনার শিববাড়ি মোড় ইব্রাহিম মিয়া রোড, হাছানবাদ, খালিশপুর, বিএল কলেজ এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
পরিবার নিয়ে খুলনায় ঘুরতে গিয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আটকা পড়েন এই নায়িকা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে এলাকার অসহায় মানুষের দুঃখ-কষ্ট আঁচ করে দাঁড়িয়েছেন তাদের পাশে।
এ বিষয়ে পপি জানান, দেশের সংকটময় এই সময় মানুষের পাশে থাকতে পেরে নিজেকে নিজেকে ভাগ্যবান মনে করছি। দেশের এই ক্রান্তিকালে বেশি সমস্যায় আছে স্বল্প আয়ের মানুষ। তাদের আয়ের রাস্তা এখন বন্ধ রয়েছে। পরিবার নিয়ে না খেয়ে দিনাতিপাত করছে। আমি আমার সামর্থ্য অনুযায়ী তাদের কষ্টকে একটু লাঘোব করার চেষ্টা করেছি মাত্র।
অভিনেত্রী পপি আরো জানান, এটা ত্রাণ নয়, সহায়তাও নয় ‘রিটার্ন অব লাভ’। তারকা হিসেবে সকলের কাছ থেকে পেয়েছি অফুরন্ত ভালোবাসা। এটা হলো তারই যৎসামান্য প্রতিদান দেওয়ার চেষ্টা, যদিও ভালোবাসার কোনো প্রতিদান দেওয়া যায় না। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সবাই বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন এবং পরিবারকেও নিরাপদে রাখুন।