শেরপুরে করোনা প্রতিরোধে মোবাইল কোর্ট অব্যাহত,৭ জনকে জরিমানা
মুনসী সাইফুল বারী ডাবলু : বগুড়ার শেরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শেরপুর উপজেলার মহিপুর বাজার, মহিপুর কলোনী, আকরামপুর, বনমরিচা, গোসাইবাড়ি বটতলা এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও বিভিন্ন জেলা থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ। এসময় তিনি সরকারি বিধিনিষেধ অমান্য করায় বিভিন্ন আইনে ৪ জনকে মোট ২ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া তিনি দেশের বিভিন্ন জেলা বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে আগত কয়েকজন ব্যক্তির হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেন এবং তাদেরকে হোম কোয়ারেন্টাইনের বিধিনিষেধ মেনে চলার নির্দেশনা দেন।
অন্যদিকে,সরকারি বিধিনিষেধ অমান্য করায় সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার শেরুয়া বটতলা , কেল্লাপোষি বাজার, টুনি পাড়া, বাগড়া বাজার, বাগড়া স্ট্যান্ড, দুবলাগাড়ী, হাসপাতাল রোড এলাকায় ১ জনকে ৩ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানা। একইদিন বেলা ১ টায় তিনি শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, ইন্সপেক্টর তদন্ত সহ বারদুয়ারী হাট ও রেজিস্ট্রী অফিস বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেন এবং বাজার করতে আসা লোকজনকে বিধিনিষেধ মেনে চলার আহবান জানান। এছাড়া জেলা প্রশাসক, বগুড়ার নির্দেশনা মোতাবেক আগামী হাটের দিন থেকে সাপ্তাহিক বারদুয়ারী হাট বন্ধ থাকবে মর্মে সবাইকে জানানো হয় এবং শুক্রবার থেকে রেজিস্ট্রী অফিস বাজারের সকল অস্থায়ী দোকান বারদুয়ারী হাটের খোলা মাঠে বসবে মর্মে সবাইকে জানানো হয়। যারা এই নির্দেশনা আমান্য করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ঐদিন বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মির্জাপুর বাজার, ছোনকা বাজার, ছোনকা কলেজ রোড়, ব্রাক বটতলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সরকারি বিধিনিষেধ অমান্য করায় আরো ২ জনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তিনি দেশের বিভিন্ন জেলা থেকে আগত কয়েকজনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেন এবং তাদেরকে বাড়ির বাইরে না আসার জন্য অনুরোধ করেন।
সব মিলিয়ে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ৭ জনকে জরিমানা করে মোট ৬ হাজার টাকা আদায় করে। উক্ত অভিযানে শেরপুর থানার পুলিশ সহযোগিতা করেন।