বিদেশের খবর
করোনায় বিশ্বে মৃতের সংখ্যা প্রায় দেড় লাখ, আক্রান্ত ২২ লাখ
শেরপুরডেস্ক: বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রায় এক লাখ ৪৬ হাজার ৮৭৩ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২১ লাখ ৮৩ হাজার ৯২১ জন। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৫ লাখ ৫২ হাজার ৭৮২ জন। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ওয়ার্ল্ড ওমিটারের তথ্যে এ কথা জানা যায়।
মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ লাখ ৭৮ হাজার ২১০ জন আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩৪ হাজার ৬৪১ জন এবং সুস্থ হয়েছে ৫৭ হাজার ৮৪৪ জন। ইতালিতে এক লাখ ৬৮ হাজার ৯৪১ জন আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২২ হাজার ১৭০ জন এবং সুস্থ হয়েছে ৪০ হাজার ১৬৭ জন।
এক লাখ ৮৪ হাজার ৯৪৮ জন আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৯ হাজার ৩১৫ জন এবং সুস্থ হয়েছে ৭৪ হাজার ৭৯৭ জন।
ফ্রান্সে এক লাখ ৬৫ হাজার ২৭ জন আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৯২০জন এবং সুস্থ হয়েছে ৩২হাজার ৮১২ জন।