দেশের খবর

শুধু আ’লীগকে ধরলেই দেশ বাঁচবে না: কাদের সিদ্দিকী

Spread the love

শেরপুর ডেস্ক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, সরকার আওয়ামী লীগ নেতাদের ধরছে। শুধু আওয়ামী লীগকে ধরেই দেশকে বাঁচাতে পারবে না সরকার। যা চলছে সেটা দুর্নীতি মুক্তির পদপে। জাতির এ দুঃসময়ে প্রয়োজন জাতীয় সংলাপ। একটি আন্তরিক জাতীয় সংলাপ ছাড়া প্রধানমন্ত্রী দেশকে বাঁচাতে পারবেন না।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসকাবের আব্দুস সালাম হলে ‘চলমান দুর্নীতি বিরোধী অভিযান ও বর্তমান রাজনৈতিক প্রোপট’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগে যদি এত দুর্নীতি থাকে তাহলে তো তাদের মতায় থাকারই অধিকার নেই। সত্যিকার অর্থে এ সরকার গণতান্ত্রিক সরকার না। জনগণের ভোটে নির্বাচিত না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার। তিনি দলের পে বর্তমান দুনীতির বিরুদ্ধে অভিযানে সরকারকে সমর্থন জানান। হাবিবুর তালুকদার বলেন, শুধু আওয়ামী ঘরানার লোকদের একের পর এক গ্রেফতার দেখে আমরা অবাক ও বিস্মিত। দেশের সমস্ত দুর্নীতি সরকারি দলের নিয়ন্ত্রণে অন্য দল, গোষ্ঠী তারা কী ধোয়া তুলসী পাতা? ক্রীড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে মসজিদের শহরকে ক্যাসিনোর শহরে পরিণত করার জন্য পুলিশ সহ প্রশাসনের কারো কী ভূমিকা নেই? ‘ব্যাংক, শেয়ার বাজার লুট, টেন্ডার বাজি, রাস্তাঘাটে চাঁদাবাজি, লুটতরাজ এসবের হাত থেকে দেশকে মুক্ত করতে বঙ্গবন্ধুকন্যা আন্তরিকভাবেই এ অভিযানে ব্রত হবেন সেটা দেশবাসী দেখতে চায়। আসুন একাত্তরের মতো সবাই মিলে দেশের এ চরম দুর্যোগে ঐক্যবদ্ধ হই।’ সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের অন্য নেতাদের মধ্যে নাসরিন সিদ্দিকী, যুগ্ম-মহাসচিব প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close