মিয়ানমার ও তুরস্ক থেকে পেঁয়াজ আসছে
শেরপুর ডেস্ক: ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার আগে থেকেই ব্যবসায়ীরা মিয়ানমার থেকে আমদানি শুরু করেছিলেন। দেশের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ সহ চট্টগ্রামের বাজারে এ পেঁয়াজ বিক্রি হচ্ছে ভারতের ‘নাসিক’ পেঁয়াজের চেয়ে কম দামে। সোমবার (৩০ সেপ্টেম্বর) তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজের চালান এসেছে চট্টগ্রাম বন্দরে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপরে সচিব মো. ওমর ফারুক সাংবাদিকদের জানান, কনটেইনারবাহী জাহাজে চট্টগ্রাম বন্দরে পেঁয়াজের চালান এসেছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি ১৩ কনটেইনারে ৪০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এসব কনটেইনার দ্রæত খালাসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
খাতুনগঞ্জের হামিদ উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস জানান, মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজের ট্রাক নিয়মিত খাতুনগঞ্জে ঢুকছে। তবে ভারতের পেঁয়াজের ট্রাক নিয়ে হিলি, ভোমরা স্থলবন্দর কেন্দ্রিক বেপারীরা খাতুনগঞ্জে আসেননি। তিনি বলেন, সকালে মিয়ানমারের পেঁয়াজ বোঝাই ৮টি ট্রাক এসেছে খাতুনগঞ্জে। একেকটি ট্রাকে ১৫ টন করে পেঁয়াজ ছিল। কিন্তু চাহিদার তুলনায় তা কম।
ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর থেকে খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম বেড়েছে কয়েক ধাপে।