করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে চীনে-ডোনাল্ড ট্রাম্প
আজকের শেরপুর ডেস্ক: চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন দুনিয়ে জুড়ে তান্ডব চালাচ্ছে। চীনে এখন পর্যন্ত সাড়ে ৪ হাজারের বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে চীনে। স্থানীয় সময় শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, চীনের উহানের মৃতের সংখ্যায় বড় ধরণের ভুল আছে।
ট্রাম্প বলেন প্রতিদিন রাতে আমি প্রেস ব্রিফিং এ শুনি যুক্তরাষ্ট্রে হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি । তবে এ তথ্য ভুল। তবে এ সংখ্যা সবচেয়ে বেশি চীনে। চীনের মত বড় দেশে এই সংখ্যা ভয়ংকর সমস্যা। চীন যে সংখ্যার কথা বলেছে শুধুমাত্র উহানেই তার দ্বিগুন। চীন কখনোই উহানের বাইরের কথা প্রকাশ করছে না। এইটা কখনোই সম্ভব না। এরই মধ্যে উহানের ল্যাবে করোনাভাইরাস তৈরি করা হয়েছে বলে একাধিকবার প্রশ্ন উঠেছে।
যে প্রজাতির বাদুড় থেকে করোনা সংক্রমণের কথা বলছে চীন ওই প্রজাতির বাদুড় উহানের বাজারে দুর্লভ। ওই স্থানে এর আগে ওই বাদুড় বিক্রি হয়নি। এ থেকেই ল্যাবে ভাইরাস তৈরির অভিযোগের বিষয়টি আরো পরিষ্কার হয়ে যায়।
এরই মধ্যে উহানের মৃতের সংখ্যা ১ হাজার ২৯০ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৬৯ জনে। এতে গোটা দেশে মৃতের সংখ্যা এখন ৪ হাজার ৬৩২ জন। সমগ্র হিসেবে মৃতের সংখ্যা বেড়েছে ৫০ শতাংশ। এদিকে জনস হপকিন্সের দেওয়া তথ্য মতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৫৮।