করোনায় স্বাস্থ্য ঝুঁকিতে সাড়ে চার হাজার ইউপি সচিব
আজকের শেরপুর ডেস্ক: প্রাণঘাতি করোনা ভাইরাস ঝুঁকিতে দায়িত্ব পালন করছেন ইউনিয়ন পরিষদের সাড়ে ৪ হাজার সচিব। গ্রামাঞ্চলের তৃণমূল পর্যায়ে ইউপি সচিবরা এই দূর্যোগকালীন মুহুর্তে দুঃস্থ, অসহায়, দিনমজুর ও বিভিন্ন ভাতাভোগীদের তালিকা তৈরিতে জনপ্রতিনিধিদের সহায়তা করছেন।
এছাড়া জরুরি ত্রাণ কার্যক্রম ভিজিএফ, ভিজিডি, জি.আর, জেলেদের বিশেষ ভিজিএফ চাল উত্তোলন, গুদামজাতকরণ ও বিতরণে ইউপি সচিবরা সরাসরি মাঠে কাজ করেন। বতর্মান প্রেক্ষাপটে ইউনিয়ন করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব হিসেবে প্রবাসীদের তালিকা, হোম কোয়ারান্টাইন নিশ্চিত করা, মাইকিং করা, জনগণকে সচেতনসহ সকল কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করে চলছেন।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন বলেন, ৬৪টি জেলার ৪৫৭১ জন ইউপি সচিব জীবনের ঝুঁকি নিয়ে কোন রকম সুরক্ষা ছাড়াই মানবতার সেবায় অগ্রসর হয়ে দিন রাত নিরলসভাবে করোনা প্রতিরোধে প্রশাসনের সাথে কাজ করে যাচ্ছে। তারা মাঠে কাজ করার সময় তাদের করোনা ভাইরাস থেকে নিজেদের প্রতিরোধ করতে স্বাস্থ্য সুরক্ষার যেসব সামগ্রী রয়েছে-তার কিছুই নাই। বিশেষ করে মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড সেনিটাইজার কিছুই দেওয়া হয়নি। তাদের সুরক্ষার জন্য এসব সামগ্রী প্রদান করা এবং ঝুঁকি নিয়ে যারা কাজ করবেন, তাদের পুরষ্কৃত করাসহ স্বাস্থ্য বীমা প্রদান ও প্রণোদনা দেওয়া হলে তাদের সেবামূলক কার্যক্রম আরো গতিশীল হবে।