স্থানীয় খবর
ধুনটে কৃষকলীগ নেতার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
ধুনট(বগুড়া) সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমানের ব্যক্তিগত তহবিল থেকে দরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে চৌকিবাড়ী ইউনিয়নের যুগিগাঁতি গ্রামে ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ভূইয়া, আওয়ামীলীগ নেতা কেএম সামিদুল ইসলাম, শহিদুল ইসলাম, ওয়ার্ড কৃষকলীগের সভাপতি ইসমাইল হোসেন, ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মাসুদ রানা মাজু, ছাত্রলীগ নেতা রোমান মল্লিক প্রমূখ।