স্থানীয় খবর
বগুড়ায় হোম কোয়ারেন্টাইন বেড়ে ১৩৩১
স্টাফ রিপোর্টার: বগুড়ায় গত ২৪ ঘন্টায় ৭৩জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে শিবগঞ্জে-২৫, আদমদিঘীতে-১৮, শেরপুরে- ১১ ও শাজাহানপুরে ১৯জন। এ নিয়ে জেলায় ২৪৪৯জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার কথা জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান। তবে এর মধ্যে ১১১৮জনের হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ায় মোট ১৩৩১জন এখন হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছে। তবে এদের সবাই সুস্থ আছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৮জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। বর্তমানে জেলা শিবগঞ্জে সবচেয়ে বেশি ৪৮৯জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এছাড়া নন্দীগ্রামে সবচেয়ে কম মাত্র ২জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।