বগুড়ায় বিএনপির ৫ টি উপজেলা ও ৬ টি পৌরসভার আহবায়ক কমিটি ঘোষনা
বগুড়া প্রতিনিধি: বগুড়া বিএনপির ৫টি উপজেলা ও ৬টি পৌর সভার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। ঘোষিত আহবায়ক কমিটিগুলো আগামী ৬০ দিনের মধ্যে অধিনস্ত সকল সাংগঠনিক ইউনিট কমিটি গঠন করে সম্মেলন করার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার জেলা বিএনপির আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ, যুগ্ম আহবায়ক এ্যাড, ছাইফুল ইসলম ও ফজলুল বারি তালুকদার বেলাল স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বগুড়ার ১২ টি উপজেলার মধ্যে ৫ টি উপজেলার আহবায়ক কমিটি দেয়া হয়েছে।
উপজেলার আহবায়ক কমিটি : শেরপুর উপজেলার আহবায়ক করা হয়েছে আলহাজ্ব শফিকুল আলম তোতাকে আর যুগ্ম আহবায়ক করা হয়েছে কে,এম মাহবুবর রহমান হারেজকে, ধুনট উপজেলার আহবায়ক আব্দুল মতিন মন্ডল, যুগ্ম আহবায়ক হাতেমুজ্জামান তালুকদার, দুপচাঁচিয়ায় আহবায়ক এ.এইচ.এম নুরুল ইসলাম খান হিরু, যুগ্ম আহবায়ক মোঃ হেলাল উদ্দিন প্রাং, আদমদীঘি আহবায়ক এ্যাড. আনোয়ার ইসলাম তালুকদার রতন, যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ আহম্মেদ, শিবগঞ্জ আহবায়ক আলহাজ্ব মাষ্টার আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক এবিএম কামাল সেলিম।
পৌর সভার কমিটি: শেরপুর আহবায়ক হাজী মোঃ ইছাহাক আলী সরকার, যুগ্ম আহবায়ক মোঃ ফিরোজ আহম্মেদ জুয়েল, ধুনট আহবায়ক মোঃ হায়দার আলী মন্ডল, যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেন, দুপচাঁচিয়ায় আহবায়ক আতোয়ার রহমান বাবলা, যুগ্ম আহবায়ক মিসকাত, শান্তাহার আহবায়ক মজিবর রহমান, যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম, তালোড়ায় আহবায়ক আনারুল হক বাবু, যুগ্ম আহবায়ক জিয়া হাসান চৌধুরী আরিফ, শিবগঞ্জ আহবায়ক একেএম ইদ্রিস আলী, যুগ্ম আহবায়ক মাষ্টার হারুনার রশিদ।