শেরপুর উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট ,জরিমানা গুনলেন ৬ জন
মুনসী সাইফুল বারী ডাবলু: করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত ও বিভিন্ন জেলা থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে ২০ এপ্রিল সোমবার সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শেরপুর উপজেলার কল্যাণী বাজার, জয়লা জুয়ান বাজার, জোড়গাছা, শেরুয়া বটতলা, মির্জাপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ। এসময় তিনি সরকারি বিধিনিষেধ অমান্য করায় বিভিন্ন আইনে ৪ জনকে মোট ২হাজার ৮০০ টাকা জরিমানা করেন। এছাড়া তিনি দেশের বিভিন্ন জেলা বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে আগত কয়েকজন ব্যক্তির বাড়িতে যান এবং তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেন। একইসাথে তাদেরকে হোম কোয়ারেন্টাইনের বিধিনিষেধ মেনে চলার নির্দেশনা দেন।
অন্যদিকে,সরকারি বিধিনিষেধ অমান্য করায় সোমবার সকাল ৯ টা থেকে রাত সাড়ে ৮ পর্যন্ত উপজেলার বারদুয়ারী হাট, তালতলা, শেরুয়া বটতলা, ভাটরা, ভীমজানি, ছোনকা বাজার, ছোনকা কলেজ রোড় ও ধুনট মোড়ে অভিযান পরিচালনা করে ২ জনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানা। এছাড়া তিনি দেশের বিভিন্ন জেলা থেকে আগত কয়েকজনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেন এবং তাদেরকে বাড়ির বাইরে না আসার জন্য অনুরোধ করেন। সব মিলিয়ে সোমবার উপজেলা প্রশাসন ৬ জনকে জরিমানা করে মোট ৪ হাজার ৩০০ টাকা আদায় করে। উক্ত অভিযানে শেরপুর থানার পুলিশ সহযোগিতা করেন।