শেরপুরে র্যাবের অভিযান বন্যপ্রানী ৫ তক্ষক উদ্ধার ৩ জন গ্রেফতার
ষ্টাফ রির্পোটার:বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বন্যপ্রাণী তক্ষক শিকার ও হেফাজতে রাখার অপরাধে সহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর শহরের বারদুয়ারী পাড়ার তারিকুল ইসলামের ছেলে শামসুজ্জোহা বিন তারেক নিয়ন (২০), উপজেলার চকধলী গ্রামের মৃত দলিল উদ্দিন মন্ডলের ছেলে মো: নূরুন্নবী (৫০) ও একই উপজেলার মির্জাপুর গ্রামের শুকুর আলীর ছেলে মো: মাকেজ আলী শেখ (৩২)।
মঙ্গলবার সকাল ৯ টায় র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি দল সোমবার বিকেল সাড়ে ৩ টায় বগুড়া জেলার শেরপুর বারদুয়ারীপাড়াস্থ শফিকুল ইসলামের (চেয়ারম্যান) ৫ তলা ভবনের চতুর্থ তলার উত্তর দুয়ারী ঘরের মধ্যে অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাঁচটি বন্যপ্রাণী তক্ষক শিকার ও হেফাজতে রাখার অপরাধে উক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে তক্ষক শিকার ও হেফাজতে রেখে বগুড়া জেলার বিভিন্ন এলাকার জনসাধারণকে ভুল বুঝিয়ে প্রতারণা করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, এ ঘটনায় র্যাব ১২ এর নায়েক সুবেদার (ডিএডি) সৈয়দ আলী বাদী হয়ে গ্রেফতারকৃত ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। মামলা নম্বর ১। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে।