টিম বয়দের পাশে পাঁচ তারকা খেলোয়াড়
আজকের শেরপুর ডেস্ক: মূলত মাঠে খেলা বা অনুশীলন থাকলেই তাদের রোজগার থাকে। খেলোয়াড়দের ব্যাগ টেনে, ম্যাসাজ করে কিছু টাকা আয় করেন টিমবয়রা। কিন্তু এক মাসের মতো হতে চললো মাঠে কোনো খেলা বা অনুশীলন নেই। ফলে এই টিমবয়রাও কোনো রোজগার করতে পারছেন না। এই অবস্থায় এই টিমবয়দের পাশে থাকার জন্য এগিয়ে এসেছেন বাংলাদেশের পাঁচ সিনিয়র তারকা—মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।
এই পাঁচ তারকার একজন নিশ্চিত করেছেন যে, তারা আপাতত ১ লাখ করে টাকা একত্র করে মোট ৫ লাখ টাকা দিচ্ছেন এই টিমবয়দের। বিসিবির কোনোরকম বেতন কাঠামোতে না থাকা ৫০ জন টিমবয়কে এই অনুদান শুরুতে দেওয়া হবে। এরা মূলত বিভিন্ন ক্লাব দলের সঙ্গে কাজ করেন।
টিমবয়দের হয়ে এই কার্যক্রম সমন্বয় করছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের টিমবয় মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি জানিয়েছেন, তারা একটা তালিকা করে এই সিনিয়র ক্রিকেটারদের দিয়েছেন। সেই অনুযায়ী অনুদানটা দেওয়া হবে।
এর আগে ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে নানা ধরনের উদ্যোগ নিয়েছেন করোনা ভাইরাসের এই সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য। জাতীয় দলের সব তারকা তাদের বেতনের একটা অংশও দান করেছেন। আবার খেলোয়াড়রা ব্যক্তিগত পর্যায়েও দাঁড়াচ্ছেন ক্রিকেট সংশ্লিষ্টদের পাশে।