২১ লাখ মে: টন খাদ্যশস্য সংগ্রহ করবে সরকার : প্রধানমন্ত্রী
আজকের শেরপুর ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবে দেশের জনগণের খাদ্য সংকট মোকাবেলায় চলতি মৌসুমে ২১ লাখ মেট্রিক টন ধান,চাল ও গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, ‘চলতি বোরো মৌসুমে আগের বছরের তুলনায় বেশি চাল, ধান, আতপ ও গম সংগ্রহ করা হবে। প্রায় ২১ লাখ মেট্রিক টন খাদ্য সংগ্রহ করবে সরকার।’
তিনি বলেন, ‘সাধারণ বোরোতে আগে যা আমরা নিতাম, তার থেকে অনেক বেশি আমরা নিচ্ছি। এখন প্রায় আমরা ৮ লাখ মেট্রিক ধান, ১০ লাখ মেট্রিক টন চাল, ২ লাখ ২০ হাজার মেট্রিক টন আতপ এবং ৮০ হাজার মেট্রিক টন গম সহ সর্বমোট ২১ লাখ মেট্রিক টন খাদ্য আমরা সংগ্রহ করব। ’
শেখ হাসিনা আরো বলেন,‘এটা সরকার কিনে রাখবে। তাতে আমাদের আর ভবিষ্যতে কোনো অভাব হবে না। আমরা মানুষকে খাবার সহযোগিতা দিতে পারব।’
আসন্ন রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সরবরাহ সঠিক রাখতে সরকার পদক্ষেপ গ্রহণ করবে উল্লেখ করে তিনি বলেন,‘রমজান মাসে খাদ্য সরবরাহটা যাতে সঠিকভাবে হয় সেজন্য আমরা বিশেষ ব্যবস্থা নেব।’
বাজারে পণ্য সরবরাহ বজায় রাখার জন্য মনিটরিং ব্যবস্থা জোরদারকরণেও তিনি প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে তাঁর সরকারী বাসভবন গণভবন থেকে সর্বশেষ করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের আটটি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে একথা বলেন।