দেশের খবর
করোনা রির্পোট নেগেটিভ সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রীর
আজকের শেরপুর ডেস্ক: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর স্ত্রী রেবেকা সুলতানা সাজু করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হলেও সর্বশেষ পরীক্ষায় তার করোনা ভাইরাসের রির্পোট নেগেটিভ হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
সংসদ সদস্য কাজী কেরামত আলীর পারিবারের ঘনিষ্ট একটি সুত্র জানায়, করোনার উপসর্গ নিয়ে গত ১৪ এপ্রিল কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন রেবেকা সুলতানা। তবে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন। বুধবার তাকে আবার পরীক্ষা করালে করোনা ভাইরাস রিপোর্ট নেগেটিভ আসে বলে সুত্রটি দাবী করেন। তার করোনার রিপোর্ট নেগেটিভ আসায় বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আহসান হাবীব আম্বীয়া শুকরিয়া জ্ঞাপন করেছেন।