শেরপুরে ছাত্রলীগ নেতা বাবুর জানাযায় মানুষের ঢল
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন (পশ্চিম) ছাত্রলীগের সভাপতি আবু হাসান বাবু (২৮) এর নামাজে জানাযা বুধবার সকাল ১০টায় মহিপুর জামতলায় একটি চাতালে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাযায় এলাকার মানুষের ঢল নামে।
জানাযায় অংশ নেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, আ.লীগ নেতা সুলতান মাহমুদ,বদরুল ইসলাম পোদ্দার ববি, মোকাব্বর হোসেন ,ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন সহ ধর্মপ্রাণ মুসলমানেরা।
নামাজে জানাযা শেষে তাকে মহিপুর কবরস্থানে দাফন করা হয়। ছাত্রলীগ নেতা বাবু মঙ্গলবার বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে শেরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।