মানুষকে ঘরে রাখতে বগুড়ায় ‘ডোর টু ডোর সপ’ উদ্বোধন
বগুড়া প্রতিনিধি: মহামারি করোনার কবল থেকে নিজে এবং পরিবারকে রক্ষা করতে বগুড়ায় পুলিশ চালু করেছে ‘ডোর টু ডোর সপ’ ব্যবস্থা। নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে হাট-বাজারে না গিয়ে ঘরে বসেই পণ্য পেতে পুলিশের এই ব্যাতিক্রম উদ্যোগ।
বৃস্পতিবার দুপুরে শহরের সাতমাথায় এর উদ্বোধন করেন পুলিশ সুপার আলী আশরাফ ভ্ঞুা। এ সময় সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখওয়াত হোসেন শফিক। উদ্বোধনের সময় পুলিশ সুপার আলী আশরাফ ভ্ঞুা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে আপনাকে যেতে হবেনা। দোকান আপনার বাড়িতে যাবে।
সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন সরাসরি কৃষকের নিকট থেকে শাক-সবজি কিনে সকাল থেকে শহরের বিভিন্ন পাড়ামহল্লায় রিকসা-ভ্যানে করে বিক্রি করা হবে। শাক-সবজির সঙ্গে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যও বিক্রি করা হবে। দামও তুলনামূলকভাবে বাজার থেকে কম হবে। প্রতিদিনের পণ্য প্রতিদিনেই বিক্রি করা হবে। কোন প্রকার বাসী শাক-সবজি বিক্রি করা হবেনা।
প্রাথমিক পর্যায়ে মোট ১৯ টি ভ্যানে করে এভাবে পন্য বিক্রি চালু করা হয়েছে। প্রয়োজন হলে এ সংখ্যা বাড়ানো হবে। ভ্যানচালকরা দৈনিক পারিশ্রমিক পাবেন। একজন বিক্রেতা থাকছেন স্বেচ্ছাসেবী হিসেবে।
এই ‘ডোর টু ডোর সপ’ এর জন্য একটি করে ছোট প্যানা লাগানো লাগানো আছে। এটা দেখে ক্রেতারা যাতে সহজেই বুঝতে পারে তার জন্য এ ব্যবস্থা। সেখানে মোবাইল নম্বরও দেয়া আছে। প্রয়োজনে ফোন নম্বর রেখে দিতে পারেন। প্রয়োজনে যে কোন সময় ফোন করলেও পন্যের সপ বাসা-বাড়ির সামনে হাজির হয়ে যাবে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) সনাতন চক্রবর্তী বলেন, মহামারি করোনার হাত থেকে নিজে ও পরিবারকে রক্ষা করতে মানুষকে ঘরে রাখার জন্য জেলা পুলিশের এটি আরেকটি উদ্যোগ। পণ্য কেনার জন্য হাট-বাজারে যেতে হবেনা। টাটকা শাক-সবজি ও পণ্য নিয়ে বাসা-বাড়ির সামনে হাজির হবে ‘ডোর টু ডোর সপ’।
তিনি আরও জানান, অনেক সময় দেখা যায় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারেনা। তাদের অনেকেই ‘ডোর টু ডোর সপ’ এর নিকট শাক-সবজি বিক্রি করার সুযোগ পাবেন।