শেরপুরে মোবাইল কোর্ট -সরকারি বিধি নিষেধ অমান্য করায় ৯ জনকে জরিমানা
মুনসী সাইফুল বারী ডাবলু: লকডাউন কার্যকর করতে বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। ২৪ এপ্রিল শুক্রবার সরকারি বিধিনিষেধ অমান্য করায় বিভিন্ন আইনে ৯ জনকে জরিমানা করে মোট ৬ হাজার ৭০০ টাকা আদায় করেছে।
জানা যায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ সহ লকডাউন কার্যকর করতে ২৪ এপ্রিল সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার হাটগাড়ি, চকপোতা, গোসাইবাড়ি বটতলা, বাগড়া বাজার, টুনি পাড়া, দুবলাগাড়ি, হাসপাতাল রোড়, বনমরিচা বাসস্ট্যান্ড, কেল্লাপোষি মেলা, গাড়িদহ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ। এসময় তিনি সরকারি বিধিনিষেধ অমান্য করায় বিভিন্ন আইনে ৪ জনকে মোট ৩ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া তিনি দেশের বিভিন্ন জেলা বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে আগত কয়েক ব্যক্তির হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে তাদের বাড়িতে যান এবং তাদেরকে হোম কোয়ারেন্টাইনের নিয়মকানুন মেনে চলার নির্দেশনা দেন।
অন্যদিকে, সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখায়, সামাজিক দূরত্ব নিশ্চিত না করে বিশৃঙ্খলভাবে বাজারে ঘোরাঘুরি করায় সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ধড়মোকাম, দহপাড়া, হামছায়াপুর, কানাইকান্দর, হাসপাতাল রোড়, দুবলাগাড়ি, এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানা। এ সময় সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৫ জনকে ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করেন। এছাড়া তিনি শাহবন্দেগী ইউনিয়নে দেশের বিভিন্ন জেলা থেকে আগত কয়েকজনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেন এবং তাদেরকে বাড়ির বাইরে না আসার জন্য অনুরোধ করেন।
সব মিলিয়ে শুক্রবার উপজেলা প্রশাসন ৯ জনকে জরিমানা করে মোট ৬ হাজার ৭০০ টাকা আদায় করে। উক্ত অভিযানে শেরপুর থানা পুলিশ সহযোগিতা করেন।