বিদেশের খবর
করোনা: যুক্তরাষ্ট্রে মৃত্যু ৫২ হাজার ছাড়ালো
আজকের শেরপুর ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন হাজার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫২ হাজার ১৮৫ জনে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৮ লাখ ৭০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের জর্জিয়া, আলাস্কা এবং ওকলাহোমায় কিছু ব্যবসা খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর হার পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে কম বলে দাবি করেছেন হোয়াইট হাউজের করোনা টাস্ক ফোর্সের বিশেষজ্ঞ ডা. ডেবোরাহ বার্ক্স।
করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। যদিও দেশটির জনসংখ্যা ৩৩ কোটি যা ইউরোপের দেশ স্পেন এবং ইতালির চেয়ে অনেক বেশি।